Breaking News

Monday, July 30, 2018

মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ইমামুল হাসান জয়ের লেখা কবিতা


কবিতা
মানবতার মা
লেখক ঃ ইমামুল হাসান জয়



একটি শব্দে মা,একটি বর্ণে যা।
 পুরো অবিধান জুড়ে ব্যাপ্তি। 
হুট করে থেমে যাই চিন্তাই ঘেমে যাই ।

আমি কি লেখার মত যোগ্য! লেখাগুলো যাকে নিয়ে, এত নয় জন্মদাতা সেই মাকে নিয়ে।
লিখেছি যাহাকে নিয়ে সে হলো দেশের রত্ন।
যতদিন চন্দ্র সূর্য রবে আকাশে, যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বয়ে যাবে। ততদিন তোমার নাম লেখা রবে ইতিহাসে।
পথে পথে কত বাঁধার পাহাড় করেছে অতিক্রম। শুধু বাংলা নয় বিশ্ববাসীর ভেঙে শুভ্র।
তুমি চলেছ উন্নয়নের মশাল হাতে তাইতো জনগণ আছে তোমারি সাথে ।
দেখছে চেয়ে সারা বিশ্ব,
বাংলার বাঙালি আর নয় নিঃস্ব।
এগিয়ে চলো এগিয়ে চলো, আলোর মশাল নিয়ে হাতে তুমি ” মা ” হহাসিনা।
জনগণ আছে তোমারি সাথে। বাংলার গর্বিত নেত্রী তুমি চির উন্নত তোমার শির।
জনগণ পেয়েছে আলোর দিশা, কেটেছে সেই অনামিশা।
বাংলার বুকে অাজ ঊর্ধ্বমুখী উন্নয়নের জোয়ার। এই অবদান শুধুই আমার মা হাসিনার।
বাঁচার অধিকার নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে,
বাঙালি অার কাঁদেনা।
বাঙ্গালীর এই বাংলায় আশ্রয় নিয়েছে, কত অসহায় রোহিঙ্গা।
মায়া আর মমতায় ভরপুর হাসিনা মায়ের মন।
নয়তোবা কেমনে পায় অসহায় রোহিঙ্গা বাংলায় আশ্রয়স্থল।
অসহায়দের আশ্রয় দিয়ে খেতাব পেয়েছে তুমি,
মানবতার ” মা “
মাগো তোমার কথা মনে হলেই গর্বে ভরে বুক।
তাইতো সারাখন স্মরণ করি, মমতাভরা আমার হাসিনা মায়ের মুখ
লেখক ছবি



Related Posts:

  • Facebook hacking ফেসবুক হ্যাক!! উপরের টাইটেলে যেখানে হ্যাক বলেছি সেখানে ধান্দা হবে।*-কিছুদিন আগে একজন আমাকে বলছিল 1টা ফেসবুক আইডি হ্যাক করার জন্য। ওনাকে আমি বলছিলাম যে ফেসবুক হ্যাক হয় না। তো ফেসবুক হ্যাক নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার ন… Read More
  • বনি ইয়ামিন লাজু কবিতা 'আবোল –তাবোল' আবোল –তাবোল কি কে বা কারা হয়তো নয়তো যারা তোমার মন প্রশ্নে ভরাসবার আবেগ আমি বুঝিকি প্রশ্ন করবে তুমিজানি, তাতো আমি জানি । তিমির রাত্রি নয় ছলছল আলোয় জোৎছনা ভরায় গ্রতিটি প্রশ্নের একই উত্তর অনামিকা তোমায় আমি ভালোবাসি ।… Read More
  • আজ ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবসে ১৯৭১ সালে টানা ১০ দিন অবরুদ্ধ থাকার পর ১৬২ জন সেনা নিয়ে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনীর গ্যারিসন অফিসার আহছান মালিক। জামালপুর: রোববার (৪ ডিসেম্বর) কামালপুর মুক্ত দিবস। ১৯৭১ সালে টানা ১০ দিন অবরুদ্ধ থাকার প… Read More
  • এক জন শিক্ষকের করুন আর্তনাদ । মাসুদ মোস্তাফিজ বাইরে যতোই চিল্লাচিল্লি করেন, ব্যানার, ফেস্টুন নিয়ে গালাগালি করেন, টকশোতে বসে জ্ঞান দিতে থাকেন, চায়ের দোকানে বসে ইস্যু কপচায়ে হিসু থামায়ে রাখেনযা খুশি করুন গে.... ক্লাসে যখন আমি শিক্ষক হিসেবে ঢুকি, সেখানে আমিই নেতা, আমিই … Read More
  • ফারাবি আক্তারের কবিতা “প্রিয় স্বদেশ ” প্রিয় স্বদেশ  পদ্ম ফারাবী  তারিখ ঃ ১৩/ ১১/ ২০১৮ আমার মাতৃভূমি, আমার প্রিয় দেশ  সে যে আমার প্রাণের বাংলাদেশ। আমার গর্ব, আমার প্রাণ  প্রিয় স্বদেশ আমার জান। মা, মাটি, জন্মভূম… Read More

0 comments:

Post a Comment