
কবিতা
মানবতার মা
লেখক ঃ ইমামুল হাসান জয়
একটি শব্দে মা,একটি বর্ণে যা।
পুরো অবিধান জুড়ে ব্যাপ্তি।
হুট করে থেমে যাই চিন্তাই ঘেমে যাই ।
আমি কি লেখার মত যোগ্য! লেখাগুলো যাকে নিয়ে, এত নয় জন্মদাতা সেই মাকে নিয়ে।লিখেছি যাহাকে নিয়ে সে হলো দেশের রত্ন।
যতদিন চন্দ্র সূর্য রবে আকাশে, যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বয়ে যাবে। ততদিন তোমার নাম লেখা রবে ইতিহাসে।পথে পথে কত বাঁধার পাহাড় করেছে অতিক্রম। শুধু বাংলা নয় বিশ্ববাসীর...