Breaking News

Saturday, February 23, 2019

জামালপুর জেলা সম্পর্কিত কিছু তথ্যঃ

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলে । পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং মেঘালয় (ভারত) এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম, এবং গম হয়।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর।দেশের সবথেকে বড় সার কারখানা এখানেই রয়েছে


ভৌগোলিক সীমানা

উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়, কুড়িগ্রাম জেলা, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবতী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা।

প্রশাসনিক এলাকাসমূহ
জামালপুর জেলা ৭টি উপজেলার সমন্বয়ে গঠিত; এগুলো হলোঃ

ইসলামপুর,
জামালপুর সদর,
দেওয়ানগঞ্জ,
বকশীগঞ্জ,
মাদারগঞ্জ,
মেলান্দহ এবং
সরিষাবাড়ি।
জামালপুর জেলার লোকজন সাধারণত ভাত, মাছ, মাংশ, ডাল ও শাক-সবজি খেতে পছন্দ করে। তবে কারো মৃত্যু উপলক্ষে বা কোন বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এ জেলার মানুষ একটি বিশেষ খাবার খেয়ে থাকে। তা হলো মেন্দা বা মিল্লি বা মিলানি বা পিঠালি। দেখতে অনেকটাই হালিমের মতো। যেটি গরু বা খাসি বা মহিষের মাংশের সাথে সামান্য চালের গুড়া ও আলু দিয়ে রান্না করা হয়। তার সাথে সাদা ভাত ও মাশকলাইয়ের ডাল। অনেক জায়গায় খাবার শেষে দৈ ও মিষ্টিও দিয়ে থাকে।

শিক্ষা

শিক্ষার গড় হার ৭৭%; যার মধ্যে পুরুষ ৪১.১% ও মহিলা ৩৫.৯%। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান -

সরকারি বিশ্ববিদ্যালয় - ১ টি,
বেসরকারি বিশ্ববিদ্যালয় - ১ টি,
মেডিকেল কলেজ - ১ টি,
টেক্সটাইল ইনস্টিটিউট - ১টি
সরকারী কলেজ - ৫ টি,
বেসরকারী কলেজ - ২০ টি,
সরকারি মাধ্যমিক বিদ্যালয় - ৭ টি,
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় - ২২৪ টি,
মাদ্রাসা - ১১৩ টি,
জুনিয়র হাইস্কুল - ৩৮ টি,
সরকারি প্রাথমিক বিদ্যালয় - ৫৮৮ টি,
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ৩৯০,
কিন্ডার গার্টেন স্কুল - ১৩,
আইন কলেজ - ১ টি,
হোমিওপ্যাথি কলেজ - ১ টি,
কৃষি গবেষণা কেন্দ্র - ১ টি।

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

মুক্তিযোদ্ধা
মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম (১৯৩৭-১৯৭৫) - মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে-ফোর্স'-এর সর্বাধিনায়ক;
মোঃ নুরুল ইসলাম (বীর বিক্রম);
মোঃ মতিউর রহমান (বীর প্রতীক);
বশির আহমেদ (বীর প্রতীক)।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম(১৯২৫-২০০০); গভর্নর ১৯৭৫।
আমজাদ হোসেন (বীর মুক্তিযোদ্ধা ১০ নম্বর সেক্টর)
মোঃ আব্দুল বারী মন্ডল (বীর মুক্তিযোদ্ধা।


রাজনীতিবিদ

মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান (অবিভক্ত বাংলার আইনসভার সদস্য ১৯২১-১৯৩৯)
আব্দুল করিম - ঢাকার জগন্নাথ হলে ১৯৪৮ সালের ২৯ মার্চ ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার নির্বাচিত হন;
আব্দুস সালাম তালুকদার (১৯৩৬-১৯৯৯) - বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান;
রাশেদ মোশারফ - সাবেক ভুমি প্রাতিমন্ত্রী;
এম এ সাত্তার - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী।
আবুল কালাম আজাদ - সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী;
সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী;
রেজাউল করিম হীরা - সাবেক ভূমি মন্ত্রী;
মির্জা আজম (১৯৬২) - হুইপ ও প্রতিমন্ত্রী।
[[মোর্শেদ রহমান রিয়াদ]] প্রতিষ্ঠাতা ও পরিচালক বাংলাদেশ স্ট্যান্ডার্ড পার্টি (BSP)
আশরাফ উদদৌলা পাহলোয়ান (সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি)।
আব্দুল কাইয়ুম (১৯৪৮) - সাবেক আই জি পি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা।
কমরেড মনজুরুল আহসান খান- সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

শিক্ষাবিদ ও গবেষক

আতিউর রহমান - অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর।
অাশেক মাহমুদ
সাহিত্যিক ও সাংবাদিক
হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) - প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক, এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত;
সাংস্কৃতিক ব্যক্তিত্ব
আনোয়ার হোসেন (অভিনেতা) (১৯৩১-২০১৩) - নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত;
আমজাদ হোসেন (১৯৪২) - বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার;
আব্দুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮) - নাট্যব্যক্তিত্ব;
নজরুল ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী।

ক্রীড়া ব্যাক্তিত্ত্ব

রকিবুল হাসান (জন্মঃ ১৯৮৭) - ক্রিকেটার;
জুবায়ের হোসেন - ক্রিকেটার।


জিল বাংলা চিনিকল - দেওয়ানগঞ্জ;
দীঘির পাড়- দেউর পাড় চন্দ্রা
ইন্দিরা- উত্তর দেউর পাড় চন্দ্রা
যমুনা সিটি পার্ক - পোগলদিঘা, সরিষাবাড়ী;
লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক-বেলটিয়া, জামালপুর।
বোসপাড়া গ্রামীণ ব্যাংক
যমুনা জেটি ঘাট -জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
গুঠাইল বাজার ঘাট, ইসলামপুর উপজেলা।
উলিয়া বাজার পাইলিং ঘাট, ইসলামপুর উপজেলা।
বাহাদুরাবাদ ঘাট, কুলকান্দি, ইসলামপুর উপজেলা।
হাইওয়ে রোড,খরকা বিল,মাদারগঞ্জ উপজেলা।
স্বপ্ননীল পার্ক, সাতপোয়া, সরিষাবাড়ী।
মেয়র পার্ক,পপুলার মোড়,সরিষাবাড়ী।
গান্ধী আশ্রম,হাজীপুর।
যমুনা পাড়, দেওয়ানগঞ্জ।
শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী(নির্মানাধীন),সদর
৩৫ বিজিবি ক্যাম্প,সদর
কালীবাড়ী,সরিষাবাড়ি
ফৌজদারি মোড় নতুন পাইলিং,সদর
মধুটিলা ইকোপার্ক
গজনী অবকাশ
রাজীবপুর,রৌমারী
পোল্লাকান্দি ব্রিজ
নান্দিনা-শ্রীপুর-বাশচরা কাছাকাছি পাহাড়
সরকারী আশেক মাহমুদ কলেজ

Related Posts:

  • জাহিদুল ইসলাম জাহিদ কবিতা “কেমনটা ছিলে? ” তোমার কথায় ভাবি,গত শীতে তুমি কি রকমটাই না ছিলে? আর এখন প্রতি অক্ষরে অক্ষরে তোমার পরিবর্তন। এটাই স্বাভাবিক  ছিলো বটে, তবে আমি একটু ভাবি এখন কেমনটাই  তুমি ! তুমি ছিলে  এক নতুন উচ্ছাস আর তোমার হৃদ… Read More
  • কিভাবে ভাবে সম্পর্ক গড়ে ওঠে । মাসুদ ভাই দেখলাম সম্পর্ক কিভাবে ভাঙ্গে তা নিয়ে লিখেছে ।তার লেখা দেখে অনুপানিত হয়ে আমিও একটা লম্বা আর্টিকেল লিখেলাম ।কিভাবে ভাবে সম্পর্ক গড়ে ওঠে ।👽👽👽👽👽👽প্রতিটি মানুষই সমাজে বাস করে। আর তাই সমাজে চলতে গেলে আমাদের অনে… Read More
  • ফিরোজ কবিরের লেখা কবিতা “ আত্মার নীলদ্রিতা ” সে তো নীল মায়াবতী,হাসুক না একটু মুচকি।কপালের বাসস্থান যে সন্দীপ লীলাভূমি।বাশের বাশির মত নাকের সুরংগ,বুজিতে পারি নাআমি তার মনের অন্ত্রংগ।মৃদু হাওয়ায় এলো চুল ঘ্রাণে মহীয়ান,একটু ও মিথ্যা বলি নি স্পস্ট বয়ান।বামপাজরে গ্রহণ কর… Read More
  • ভালোবাসা দিবসের পেছনের ইতিহাস সম্পর্কে কিছুটা আসচ্ছে সামনে মাসে “ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন'স ডে” “ভ্যালেন্টাইন ডে” সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগল এর জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন।প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়। পৃথিবী… Read More
  • একাদশ জাতীয় নির্বাচনে শিক্ষামন্ত্রীডা. দিপু মনি । ডা. দিপু মনি (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৬৫) একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ যিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামীলীগের জয়লাভের পর… Read More

0 comments:

Post a Comment