
মডেল ঃপ্রিয়ন্তি
“শেষ বিদায়”
তোমি তো নিয়েছো বিদায় নিজের তরে
তাই দিয়েছি বিদায় নিজ হাতে
আজ সেই হাত আমার কাসে
ক্যান্সারে আক্রান্ত
মহুতেই ছরিয়ে পরছে
আমার অঙ্গকোষে ।
আজ শেষ বিদায়ের বেলায়
আমি বিছিন্ন করতে পারছিনা
আমার হাত
আজ বুকের বামপাশ থেকে
কে জানি বলে ওঠে
যেয়না আমাকে ছেড়ে ।
আজ মনে হয় হে অনামিকা
পান্তের বিকালের মৃদ্যু হাওয়া
কৃষ্ণচূড়া...