Breaking News

Wednesday, November 14, 2018

বনি ইয়ামিন লাজু কবিতা 'আবোল –তাবোল'




আবোল –তাবোল
কি কে বা কারা
হয়তো নয়তো যারা
তোমার মন প্রশ্নে ভরা
সবার আবেগ আমি বুঝি
কি প্রশ্ন করবে তুমি
জানি, তাতো আমি জানি ।
তিমির রাত্রি নয় ছলছল আলোয়
জোৎছনা ভরায়
গ্রতিটি প্রশ্নের একই উত্তর
অনামিকা তোমায় আমি ভালোবাসি ।
এ কি ,কেমন ভালোবাসা
এই বয়সে আমি বুঝিনা
তাতো আমি জানি না
হেসে নয়তো রেগে বলবে তুমি ।
একাকি উদ্মাদনায় তোমার বাতায়ন দারে
হেনে আঘাত
পেতেছি দুহাত দুরাশা বারে বারে
মিলিবে কিছু
এটাইতো ভালোবাসা ।
যাই বলো তুমি
বলবো আমি
যে প্রেম তুমি শিখাইবা
তা তোমি কোথায় শিখলা।
চিন্তা নিবির ,প্রশ্ন জটিল
চলন্ত কলম,হলো স্থির
কেন যে কলম
আরতো লেখছে না ।
বনি ইয়ামিন লাজু
বকশিগঞ্জ,জামালপুর
তাং25/01/15 ইং




1 comments: