Breaking News

Monday, December 11, 2017



তোমাকে বলেছিলাম, যত দেরীই হোক,
আবার আমি ফিরে আসব লতা।
ফিরে আসব তল-আঁধারি অশথগাছটাকে বাঁয়ে রেখে,
ঝালোডাঙার বিল পেরিয়ে,
হলুদ-ফুলের মাঠের উপর দিয়ে
আবার আমি ফিরে আসব লতা।
আমি তোমাকে বলেছিলাম।
আমি তোমাকে বলেছিলাম, এই যাওয়াটা কিছু নয়,
আবার আমি ফিরে আসব লতা।
ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে
সূর্য যখন ডুবে যাবে,
নৌকার গলুইয়ে মাথা রেখে
নদীর ছল্ছল্ জলের শব্দ শুনতে-শুনতে
আবার আমি ফিরে আসব লতা।
আমি তোমাকে বলেছিলাম।
আজও আমার ফেরা হয়নি।
রক্তের সেই আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে।
শুনেছি এখন তুমি অন্য কার
তবু যেন আবছা-আবছা মনে পড়ে,
আবার আমি ফিরে আসব লতা।
আমি তোমাকে বলেছিলাম।

Related Posts:

  • Facebook hacking ফেসবুক হ্যাক!! উপরের টাইটেলে যেখানে হ্যাক বলেছি সেখানে ধান্দা হবে।*-কিছুদিন আগে একজন আমাকে বলছিল 1টা ফেসবুক আইডি হ্যাক করার জন্য। ওনাকে আমি বলছিলাম যে ফেসবুক হ্যাক হয় না। তো ফেসবুক হ্যাক নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার ন… Read More
  • বনি ইয়ামিন লাজু কবিতা “শেষ বিদায়”                                   মডেল ঃপ্রিয়ন্তি “শেষ বিদায়” তোমি তো নিয়েছো বিদায় নিজের তরে তাই দিয়েছি বিদায় নিজ হাতে আজ সেই হাত… Read More
  • ফারাবি আক্তারের কবিতা “প্রিয় স্বদেশ ” প্রিয় স্বদেশ  পদ্ম ফারাবী  তারিখ ঃ ১৩/ ১১/ ২০১৮ আমার মাতৃভূমি, আমার প্রিয় দেশ  সে যে আমার প্রাণের বাংলাদেশ। আমার গর্ব, আমার প্রাণ  প্রিয় স্বদেশ আমার জান। মা, মাটি, জন্মভূম… Read More
  • মানসিক গোলযোগ থেকে মুক্তি পেতে: মানসিক গোলযোগ থেকে মুক্তি পেতে: আমরা সার্বক্ষণিক আমাদের সকল কর্মকাণ্ডে সবদিকের যুক্তি দিয়ে কাজ করতে পারি না, এটা সম্ভবও না। তবু কাজ আমাদের করে যেতেই হয়, সিদ্ধান্ত নিতেই হয়। সিদ্ধান্ত নিয়ে ফেলার পরই তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব, এ… Read More
  • বনি ইয়ামিন লাজু কবিতা 'আবোল –তাবোল' আবোল –তাবোল কি কে বা কারা হয়তো নয়তো যারা তোমার মন প্রশ্নে ভরাসবার আবেগ আমি বুঝিকি প্রশ্ন করবে তুমিজানি, তাতো আমি জানি । তিমির রাত্রি নয় ছলছল আলোয় জোৎছনা ভরায় গ্রতিটি প্রশ্নের একই উত্তর অনামিকা তোমায় আমি ভালোবাসি ।… Read More

0 comments:

Post a Comment