Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, May 18, 2019

কারক ও বিভক্তি


কারক ও বিভক্তি



বিভক্তি

বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি।

মা শিশু চাঁদ দেখা।
উপরের বাক্যটিতে কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হয়নি। ফলে বাক্যের শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়নি, এবং এগুলো বাক্যও হয়ে উঠতে পারেনি। এখন শিশু’র সঙ্গে কে বিভক্তি আর দেখা’র সঙ্গে চ্ছেন’ বিভক্তি যোগ করলে বাক্যটি হবে-
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

অর্থাৎ, শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে একটি বাক্য সম্পূর্ণ হলো এবং এখন আর এগুলো শব্দ নয়, এগুলো প্রত্যেকটি একেকটি পদ।

শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তখন সেগুলোকে বলা হয় পদ। বাক্যে বিভক্তি ছাড়া কোন পদ থাকে না বলে ধরা হয়। তাই কোন শব্দে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন না হলেও ধরে নেয়া হয় তার সঙ্গে একটি বিভক্তি যুক্ত হয়েছে। এবং এই বিভক্তিটিকে বলা হয় শূণ্য বিভক্তি। উপরের বাক্যটিতে ‘মা’ ও ‘চাঁদ’ শব্দদুটির সঙ্গে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন হয়নি। তাই ধরে নিতে হবে এই শব্দদুটির সঙ্গে শূণ্য বিভক্তি যোগ হয়ে এগুলো বাক্যে ব্যবহৃত হয়েছে, এবং এই দুটিও এখন পদ।

মৌলিক বাংলা শব্দ বিভক্তিগুলো হলো- শূণ্য বিভক্তি (০), এ, য়, তে, কে, রে, র(এর)। তবে এছাড়াও কিছু কিছু অব্যয় শব্দ কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এগুলো হলো- দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, ইত্যাদি।

বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার-
বিভক্তির নাম
বিভক্তি
প্রথমা বা শূণ্য বিভক্তি
০, অ
দ্বিতীয়া বিভক্তি
কে, রে
তৃতীয়া বিভক্তি
দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক
চতুর্থী বিভক্তি
কে, রে*
পঞ্চমী বিভক্তি
হইতে (হতে), থেকে, চেয়ে
ষষ্ঠী বিভক্তি
র, এর
সপ্তমী বিভক্তি
এ, য়, তে








  • চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকে যুক্ত হয়।
  • বচনভেদে বিভক্তির আকৃতি পরিবর্তিত হয়। তবে কোন বিভক্তি চিহ্নিত করার জন্য উপরের বিভক্তির তালিকাটি মনে রাখলেই চলবে।
  • বিভক্তির নাম লেখার সময় কখনো সংক্ষিপ্ত আকারে লেখা যাবে না। অর্থাৎ দ্বিতীয়া বিভক্তিকে কখনোই ২য়া বিভক্তি লেখা যাবে না।
  • বিভক্তির তালিকাটি ভালোভাবে আত্মস্থ করতে হবে, প্রয়োজন হলে মুখস্থ করতে হবে।

কারক

কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যা ক্রিয়া সম্পাদন করে’।

বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে।

কারক ৬ প্রকার-      ১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক

কর্তৃকারক

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)
উদাহরণ-                              
গরু ঘাস খায়। (কে খায়)             : কর্তৃকারকে শূণ্য বিভক্তি

কর্ম কারক

যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে।

ক্রিয়াকে ‘কী/ কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক।

বাক্যে দুইটি কর্ম থাকলে বস্ত্তবাচক কর্মটিকে প্রধান বা মুখ্য কর্ম ও ব্যক্তিবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। তবে দুইটি একই ধরনের কর্ম থাকলে প্রথম কর্মটিকে উদ্দেশ্য কর্ম ও দ্বিতীয়টিকে বিধেয় কর্ম বলে। যেমন- ‘দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা’। এখানে ‘দুধ’ ও ‘হলুদ’ উদ্দেশ্য কর্ম, ‘দুগ্ধ’ ও ‘হরিদ্রা’ বিধেয় কর্ম।

কর্তা নিজে কাজ না করে কর্মকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে।

ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্ম বলে। [ক্রিয়াপদ]

উদাহরণ-
বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। (কাকে দিয়েছেন? আমাকে। কী দিয়েছেন? ল্যাপটপ) : আমাকে- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (গৌণ কর্ম), ল্যাপটপ- কর্মকারকে শূণ্য বিভক্তি (মুখ্য কর্ম)

ডাক্তার ডাক। (কাকে ডাক?)                                  : কর্মকারকে শূণ্য বিভক্তি
আমাকে একটা বই দাও। (কাকে দাও? আমাকে। কী দাও? বই)    : আমাকে- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (গৌণ কর্ম), বই- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (মুখ্য কর্ম)
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থণা। (কাকে করিবে? আমারে) : কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
তোমার দেখা নাই। (কার দেখা? তোমার)                           : কর্মকারকে ষষ্ঠী বিভক্তি
জিজ্ঞাসিবে জনে জনে। (কাকে জিজ্ঞাসিবে? জনে জনে)             : কর্মকারকে সপ্তমী বিভক্তি

করণ কারক

করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।

যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে।

ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
উদাহরণ-

পিয়াল কলম দিয়ে লিখছে। (কী দিয়ে লেখে? কলম দিয়ে)          :করণ কারকে তৃতীয়া বিভক্তি
কীর্তিমান হয় সাধনায়। (কী উপায়ে হয়? সাধনায়)          : করণ কারকে সপ্তমী বিভক্তি
ডাকাতেরা গৃহকর্তার মাথায় লাঠি মেরেছে। (কী দিয়ে মেরেছে? গুলি): করণ কারকে শূণ্য বিভক্তি
লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। (কী দিয়ে চাষ করা হয়? লাঙ্গল দিয়ে): করণ কারকে তৃতীয়া বিভক্তি
মন দিয়ে পড়াশুনা কর। (কী উপায়ে/ দিয়ে কর? মন দিয়ে)        :করণ কারকে তৃতীয়া বিভক্তি
ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে)             : করণ কারকে সপ্তমী বিভক্তি
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। (কী দিয়ে/ উপায়ে চেনা যায়? গোঁফে): করণ কারকে সপ্তমী বিভক্তি
সাধনায় সব হয়। (কী উপায়ে সব হয়? সাধনায়)                   : করণ কারকে সপ্তমী বিভক্তি
এ সুতায় কাপড় হয় না। (কী দিয়ে হয় না? সুতায়)                 : করণ কারকে সপ্তমী বিভক্তি

সম্প্রদান কারক

যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে।

‘কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।

সম্প্রদান কারকের নিয়ম অন্যান্য নিয়মের মতোই সংস্কৃত ব্যাকরণ থেকেই এসেছে। তবে অনেক বাংলা ব্যাকরণবিদ/ বৈয়াকরণ একে আলাদা কোন কারক হিসেবে স্বীকার করেন না। তারা একেও কর্ম কারক হিসেবেই গণ্য করেন। কর্মকারক ও সম্প্রদান কারকের বৈশিষ্ট্যও একই। কেবল স্বত্ব ত্যাগ করে দান করার ক্ষেত্রে কর্মকারক হিসেবে গণ্য না করে কর্মপদটিকে সম্প্রদান কারক হিসেবে গণ্য করা হয়।

সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তির বদলে চতুর্থী বিভক্তি যুক্ত হয়। চতুর্থী বিভক্তি আর কোথাও যুক্ত হয় না। অর্থাৎ, ‘কে/ রে’ বিভক্তি দুটি সম্প্রদান কারকের সঙ্গে থাকলে তা চতুর্থী বিভক্তি। অন্য কোন কারকের সঙ্গে থাকলে তা দ্বিতীয়া বিভক্তি।

তবে কোথাও নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে তা চতুর্থী বিভক্তি হয়। যেমন- বেলা যে পড়ে এল, জলকে চল। (নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি)

উদাহরণ-
ভিখারিকে ভিক্ষা দাও। (কাকে দান করা হল? ভিখারিকে।) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
অসহায়কে খাদ্য দাও। (কাকে দান করা হল? অসহায়কে।) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। (কাকে দান করা হল? অন্ধজনে।): সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
সমিতিতে চাঁদা দাও। (কাকে দান করা হল? সমিতিতে।)   : সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি

অপাদান কারক

যা থেকে কোন কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত হয়, তাকে অপাদান কারক বলে।

অর্থাৎ, অপাদান কারক থেকে কোন কিছু বের হওয়া বোঝায়।

‘কি হতে বের হল’ প্রশ্নের উত্তরই অপাদান কারক।

উদাহরণ-

গাছ থেকে পাতা পড়ে। (কি হতে বের হল/ পড়ল? গাছ থেকে): অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
শুক্তি থেকে মুক্তি মেলে। (কি হতে বের হল? শুক্তি থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
জমি থেকে ফসল পাই। (কি হতে বের হল? জমি থেকে)   : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
দেশ থেকে হায়েনারা চলে গেছে। (কি হতে বের হল? দেশ থেকে):অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বিপদ থেকে বাঁচাও। (কি হতে বাঁচাও? বিপদ হতে)         : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বাঘকে ভয় পায় না কে? (কি হতে ভয় বের হল? বাঘ হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন। (কি হতে বের হল/ পলায়ন? পাঠশালা হতে) : অপাদান কারকে শূণ্য বিভক্তি
বাবাকে বড্ড ভয় পাই। (কি হতে ভয় বের হয়? বাবা হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। (কি হতে বের হয়েছেন/ এসেছেন? চট্টগ্রাম হতে): অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বিমান থেকে বোমা ফেলা হয়েছিলো। (কি হতে বের হল/ ফেলা হল? বিমান হতে): অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

অধিকরণ কারক

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।

ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।

উদাহরণ-
পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে)         : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে)                      : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে)        : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে)   : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে)                    : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে)      : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে)               : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে)          : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে)        : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে)                         : অধিকরণ কারকে অনুসর্গ মধ্যে
বাড়ি থেকে নদী দেখা যায়। (কোথায় থেকে দেখা যায়? বাড়ি থেকে):অধিকরণে পঞ্চমী বিভক্তি*
  • শেষ উদাহরণটিতে নদী বাড়ি থেকে বের হয়নি, তাই এটি অপাদান কারক নয়। নদী বাড়ি থেকেই দেখা যায়। অর্থাৎ, ক্রিয়াটি বাড়িতেই ঘটছে, তাই এটি অধিকরণ কারক।

অপাদান-অধিকরণ কারকের পার্থক্য

অপাদান ও অধিকরণ কারক আলাদা করতে গিয়ে অনেকেরই সমস্যা হয়। অপাদান ও অধিকরণ কারককে আলাদা করে চেনার সহজ উপায় হলো, অপাদান কারক থেকে কোন কিছু বের হয় বোঝায়। আর অধিকরণ কারকের মাঝেই ক্রিয়া সম্পাদিত হয়।

যেমন- ‘তিলে থেকে তেল হয়’ আর ‘তিলে তেল আছে’।
প্রথম বাক্যে তিলের ভেতর ক্রিয়া সংঘটিত হয়নি। বরং তিল থেকে তেল বের হওয়ার কথা বোঝাচ্ছে।
আর দ্বিতীয় বাক্যে তিলের ভেতরই তিল থাকার কথা বলছে। এই ‘আছে’ ক্রিয়াটি তিলের ভেতরে থেকেই কাজ করছে।



এরকম-বিপদ থেকে বাঁচাও- অপাদান কারক
        বিপদে বাঁচাও- অধিকরণ কারক
        শুক্তি থেকে মুক্তি মেলে- অপাদান কারক
        শুক্তিতে মুক্তি হয়- অধিকরণ কারক
        জমি থেকে ফসল পাই- অপাদান কারক
        জমিতে ফসল হয়- অধিকরণ কারক

নিচে কারক নির্ণয়ের উপায় সংক্ষেপে ছক আকারে দেয়া হলো-
ক্রিয়াকে প্রশ্ন
উত্তর যে কারক
কে, কারা?
কর্তৃকারক
কী, কাকে?
কর্মকারক
কী দিয়ে?
করণকারক
কাকে দান করা হল?
সম্প্রদান কারক
কি হতে বের হল?
অপাদান কারক
কোথায়, কখন, কী বিষয়ে?
অধিকরণ কারক



কারক ও বিভক্তি মনে রাখার কৌশল

কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক;
২. কর্মকারক;
৩. করণকারক;
৪. সম্প্রদান কারক;
৫. অপাদান কারক; এবং
৬. অধিকরণ কারক।
১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা
কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা
‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে
কর্তৃকারক।
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে
কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা
কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা
‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা
উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের
দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে
যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান
হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান
বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়।
স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।
মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত
কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর
পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ
ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব
ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার
গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ
ছাড়াই।
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে
অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের
সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে
উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি
কাল বা সময়।
বিভক্তি মনে রাখার উপায়:
বাংলায় বিভক্তি সাত প্রকার।
প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং
কর্তৃক ।
চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত
তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে

ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে।

fm

Friday, May 17, 2019

The Ten Worst Presidents

With a new presidency recently inaugurated and a controversial one left behind, many Americans are looking back and evaluating the presidents of the past. Ranking the presidents is not just a futile dinner table exercise. Historians have made a serious effort to rate the men who have led our country, using complicated charts, extensive polling, and hours of bi-partisan study. Below are the ten Commanders in Chief that are most often listed as dismal failures.
1. Zachary Taylor (1849-1850)
No one remembers Taylor for anything. He was just about the do-nothing president America ever had.
2. John Tyler (1841-1845)
John Tyler ran as a Whig but once he took office, he became something else. He was one of only two presidents (Andrew Johnson is the other) to have no party affiliation. Tyler was also a strong defender of slavery.
3. Millard Fillmore (1850-1853)
Fillmore, like his successors, Pierce and Buchanan, contributed to problems that caused the Civil War by backing the 1850 compromise that allowed the spread of slavery.
4. William Henry Harrison March 4- April 4, 1841
William Henry Harrison gave the longest inaugural address in history. Then, he caught pneumonia and died. His nomination seems a little unfair since he didn't die on purpose.
5. Andrew Johnson (1865-1869)
During Reconstruction, Johnson opposed Congress at every turn, vetoing civil rights bills and
6. Franklin Pierce (1853-1857)
This president zealously expanded the nation's borders, adding several slave states, setting America's feet on the path to Civil War pandering to the rogue South. He was the first president to be impeached.
7. James Buchanan (1857-1861)
Buchanan sat by and did nothing while the Civil War loomed on the horizon. He did not challenge the spread of slavery, or the Confederate states that later seceded.
8. Ulysses S Grant (1869-1877)
Grant's presidency paved the road to hell. Despite all of his good intentions, the 18th president served in a government loaded with corruption.
9. Richard Nixon (1969-1974)
One word: Watergate. The wiretapping of Democratic National Headquarters will forever taint the Nixon presidency. No one denies that his presidency was a failure, but he was a good politician whose paranoia, bitterness, and pettiness brought him down. He also had great success with his foreign policy, which leaves many history students scratching their heads. What do you do with a bad president who did some good?
Stick him somewhere near the bottom of the list.
10. Warren G. Harding (1921-1923)
Most historians agree that Harding was the worst president of all. He mostly played poker and drank. Meanwhile, the Tea Pot Dome scandal erupted and his Secretary of the Interior later did time for his involvement in that scandal. Besides that, Harding was inept and indecisive.
There are other Presidents that sometimes make the list: Jimmy Carter, for example. Liberals and Conservatives both have lists of their own, but those lists hardly differ. As for President George W. Bush, many historians believe that history will find him near the bottom of the list. At least he'll have company.

16 Simple Ways to Make a Woman Want You

Women aren't as complicated as you think we are. We just want respect, attention, and support. Unfortunately for us, many men just don't get it. But what's not good for us might just be good for you. If you can show that you're different from the average guy, you can capture a woman's heart. Here are 16 easy ways to get her attention and make her want you.

1) Have a plan.

Women don't want to be micro-managed, but sometimes it's nice not to have to make decisions. You know what she likes, or you should if you've been paying attention. Make a reservation at a restaurant or choose which movie to see and where.

2) Stay calm under pressure.

Life doesn't always go as planned. When you face a bump in the road, just handle it. Freaking out makes you look inept and puts the pressure on the woman to fix everything. A man who can handle himself in a stressful situation is a gem.

3) Go old school with chivalry.

Yes, they are strong and independent. Women can open their own doors and can probably handle danger just as well as you can. But it sure is impressive when a man shows some classic chivalry.
Walk near the traffic, open the car door, and offer your coat. These little things can be bigger than you think.

4) File away specific information.

When a woman mentions her favorite color or admires a particular flower, make a mental note. You can surprise her later with something she will truly love, and the fact that you were listening makes the gesture even more special. That also goes for remembering upcoming challenges or special events.

5) Apologize when you are wrong.

Everyone makes mistakes. If you were wrong, say so. Say it even if you think your lady was wrong, too.
Be sincere, and apologize specifically for what you did rather than saying you're sorry for the way she felt or the way she heard something. Those are lame apologies, and they will not earn you any respect.

6) Try something new because she likes it.

So many men refuse to give new experiences a whirl because they've already decided it's not for them. Get over yourself and join her in something she loves. The worst that can happen is you'll hate it.

7) Be independent of your parents.

If you are an adult, you should be taking care of yourself. Living with your parents to save money or just because you like your parents is fine, but show you are taking responsibility for your own life. If Mom is still doing your laundry, however, and paying for your car insurance and buying your toothpaste, it's time to make a change.

8) Support her career.

Many men don't care at all about what a woman does at work. Be the guy who supports her in her career. Understand if she needs to skip a date because she has a big meeting to prepare for or if she's overwhelmed by work stress. Let her know by your words and actions that her career is just as important as yours.

9) Give specific compliments.

Every woman has heard that she has pretty eyes or a nice smile. Those are great things to say, but they won't make you stand out.
Instead, tell her that the color she's wearing looks amazing with her skin or that the way she styles her hair makes you want to reach out and touch it. Tell her you love the compassionate way she listens to you or how much your dog loves her. Effective compliments are specific and out of the ordinary.

10) Help someone, but don't brag about it.

If you see an old lady struggling with her bag or a stranger needs a jump in the parking lot of a restaurant, don't hesitate to help. It shows her that you are a good, kind person.
After the act, keep your mouth shut. You lose credibility when you point out your good deeds.

11) Remind her to be safe.

It's OK to show that you are about her well-being. Don't demand that she call you when she arrives home, but do remind her to drive safely and tell her that you worry about her.

12) Be nice to her friends.

Most women respect the opinion of their friends, so it just makes sense for you to impress them. When you're in a group of her friends, smile and show them you're interested in what they have to say. Be attentive. If you treat them better than their boyfriends do, you will get big points.

13) Ask her for advice.

Show that you value her intellect and decision-making abilities by asking for her input on a personal issue you are facing or a challenge at work.
Avoid throwing your problems into her lap, or you will come off looking incompetent. Instead, ask her how she would handle the situation.

14) Put down your phone.

Just put it down. Be with her.
If you need to take an urgent call, then apologize profusely and explain why you have to take it. It should be a good explanation like your mother is calling with updates on your dad's recent hospital visit, or the babysitter is calling about your kid.
Ignoring her to talk or text with a friend sends the message that you value the other person more.

15) Consider physical intimacy special.

Set some guidelines when it comes to sex, even though you don't want to. Let her know that you are insanely attracted to her but that you want your time together to be meaningful and unique. Then plan carefully for that first intimate time, or even for the first kiss if you are conservative.
Women are used to men who are willing to have sex at any time and under any circumstances just because it's sex. Be better than that. Show her that you know she deserves better.

16) Do the right thing.

Make honest, morally and ethically correct choices even if it means not getting what you want when you want it. Do it even if it means you have to cut your date short or cancel time together.
If you want a long-term relationship with a woman, you need to show her that you are a good person who does what is right even if it means personal sacrifice.
You don't have to be a supermodel to be attractive to women. In fact, the trick is just to be better than all those jerks that she meets every day.
Most women just want a good man. Show that you care about her personal life and respect who she is, and go out of your way to make her feel special.

Attract an Attractive Woman

When it comes to attracting a woman, there are numerous factors that men must take into consideration. While this may seem to only add to the already complex nature of women, once men grasp and take hold of these techniques, attracting women will become second nature. Don't assume that all beautiful, classy women go for the cocky man with the chiseled abs. This couldn't be further from the truth.
The first rule to attracting a woman is to show confidence
As played out as this may sound, it is crucial when it comes to getting her attention. The main issue, it seems, is that men either push too hard and err on the side of cockiness, or aren't assertive enough and end up looking like a pushover. It's a matter of balancing the two that will help you land your girl. The best thing that you can do is show independence. The worst thing that you can do is show desperation. By showing a woman that you've chosen your own path and you don't need anyone else to get there, you're subtly showing your inner strength, which a woman will find desirable. Watch out, though, because sometimes a man may try to prove his independence a bit too much, and a woman may feel as if there is no place for her in his life. You need to be independent, but also willing to take her along for the ride.
Communicate in a mature manner
Sure, she may be attracted to the seemingly immature and child-like Ashton Kutcher type, but it's unlikely that she sees a future with a man such as him. Women looking to settle down tend to lean more towards men who are able to communicate in a masculine, yet mature manner. This means to be certain in who you are and show strong, masculine security in yourself. Ask her questions about herself but don't shy away from discussing your accomplishments, dreams, and aspirations as well.
Learn to play around a bit
No, she doesn't want you to come up with a funny response to every question she asks. Instead, tease her every now and then, but when it comes down to serious discussion, but all jokes aside. While it's perfectly fine to be silly when the time calls for it, it's not okay to joke about your sister's promiscuity when she asks about your family. Answer some casual questions indirectly in a playful way, but when she's serious, put on your straight face and get right to it.
Don't be afraid to talk about your insecurities
Yes, she wants a masculine man, but she doesn't want a man who believes he is flawless in all aspects of his life. If she is telling a story about why she hasn't dated in so long, reveal your insecurities as well. For example, she may mention that she has trust issues because of a family event that caused her to feel abandoned, tell her about how you were backstabbed which is why you're picky when it comes to friends. Discussing insecurities shows that you're human, and it will also help to establish an unspoken bond between the two of you.
Stop talking about your ex-girlfriend or past lovers
The last thing a woman wants to hear is how your ex was wild in the bedroom or how your past lover cheated on you with five different guys. If you're serious about entering a new relationship, leave the baggage behind. Live for the moment that you're in and give the girl a chance instead of comparing her to your ex-lovers, both good and bad. Chances are, she doesn't care, and even if she does, she's going to realize that you have unfinished business to take care of.
Look your best
You don't have to be Brad Pitt or Denzel Washington, but you do need to take care of yourself. Women notice when a man takes time on his appearance, and it's a turn-on because it says that you care about the way you represent yourself. While you don't need to wear an expensive designer suit to grab your woman, you should at least brush your hair, iron your wrinkled shirt, and remove the dirt from your shoes. It's all about attitude, and if you show up on a date looking like it's laundry day, you're going to give her the impression that you don't care enough about yourself or your date with her. This is not the first impression you want to make.
Clean your house
If things start to get serious, you're going to eventually want to bring her to your residence. Before you do, though, you may want to reassess the place first. If you have old food stuck to your dining room table, socks hanging from lamps, and haven't taken your trash out in a week, the last thing you want to do is invite a woman to your place, especially a woman you're trying to win over. It's okay if it looks like a man lives there. After all, it is your living space. Even still, you should pick up your dirty laundry, wipe off your tables, and take out the garbage. Investing in a few scented candles wouldn't hurt either.
Get up and socialize
Stop sitting in your house playing video games or surfing the internet all day long. Every now and then, freshen up and head out to a café or a bar with some friends. Women are often very social creatures and do not take well to men who would rather play video games all weekend than have a good time with friends. It's okay to indulge in your video games every now and then, but you should still have a life outside of them.
Appreciate women
Make authentic female friends and show them off. Women often seek out the approval of other women before deciding whether or not to move to the next level with a guy, so if you're surrounded by genuine female friends, she will appreciate that. This does not mean to flaunt these women in front of her as if they are a challenge. Instead, introduce her to them and show her that you respect these women as sensual human beings.
Play hard to get, but not too hard
Never let her know that she has you in the palm of her hand. Keep that chase going, or else that fire may fizzle out. Show her that you're interested, but pull away every now and then. Don't answer the phone every time she calls. Don't accept date invitations every weekend. Every now and then, tell her that you're busy and you'll catch up with her later. If you're up to the challenge, avoid her phone call for an evening. Never surrender right away because that is exactly what a beautiful woman expects from a man.
Tap into her emotional side
Ask the questions that require her to elaborate on past experiences such as vacations, her childhood, or her aspirations. When she describes these events, don't use limp words to respond. Instead, when she tells you about her skydiving trip in Ireland, tell her that it makes your heart race just hearing about it. This will evoke emotion into your responses as well, creating a connection between the two of you that she will associate with a favorable experience in her own life.
Be intelligent, yet flirtatious
Men who have no issues involving themselves in an intellectual conversation may find conflict when it comes to being flirtatious at the same time. On the other hand, men who are naturally flirtatious may find it difficult to begin a serious, stimulating conversation. Again, it's finding the perfect balance here that will lead a man to success. For example, don't avoid intimate topics, just learn to discuss them intelligently and playfully, but also in a mature manner.
Make her laugh and smile
Tell a few jokes to break the ice. Discuss personal embarrassing--yet not too vulgar--moments. When asking questions, don't make it seem like an interview. Show genuine interest, but also add a bit of flattery. For example, if she has an accent, say, "Where are you from? Your accent is beautiful." Don't go overboard with the flattery, however, as it may appear as if you're trying too hard. Also, avoid complimenting her eyes, body, or physical appearance, as this is cliché.
Ultimately, the true trick is to embrace yourself for who you are, both the good and the bad, while also understanding things from a woman's perspective. Once a man learns how to portray confidence, how to communicate properly, and show a bit of playfulness, he will find that attracting women is not only fulfilling, but it is not as difficult as once thought