Breaking News

Tuesday, January 8, 2019

জাহিদুল ইসলাম জাহিদ কবিতা “কেমনটা ছিলে? ”





তোমার কথায় ভাবি,গত শীতে তুমি কি রকমটাই না ছিলে?
আর এখন প্রতি অক্ষরে অক্ষরে তোমার পরিবর্তন।

এটাই স্বাভাবিক  ছিলো বটে, তবে আমি একটু ভাবি এখন কেমনটাই  তুমি !

তুমি ছিলে  এক নতুন উচ্ছাস আর তোমার হৃদয় ছিল শান্ত শব্দহীন।
তবে এখন নিস্তব্ধতার দূরত্ব বাস করে তোমার শহরে!

তোমার চোখে গোধূলির আলোর আক্রমন ছিল আর পাতাগুলোর তোমার অত্মার জলে ক্রমাগত ঝরে পড়ছিল।
তবে এখন তা আর দেখা যায় না, অবহেলার মেঘ হৃদয়ের বাস করে।

মিষ্টি সাদা কচুরিফুল আমার আত্মার পর্যুদস্ত।
আমার ধারনা, তোমার চোখদুটি ছুটে বেড়াচ্ছিল  ঘাসে ভেজাঁ শিউলির   মেঘ দূর,
তবে এখন কি তাই হয়?

বৃষ্টির জলের শব্দচয়ন  গুলো এখন কি তোমার ভালো লাগে? নদীর ঢেউ গুলো কি তাই?
না পাল্টে  গেছে সব?

আচ্ছা দুঃখিত  আমার তো জানার কথা না!
পরিবর্তন  তো হতেই পারে এটাই স্বাভাবিক।

লঞ্চ থেকে দেখা যায় জলের পকাও পকাও খেলা,আর পাহাড় থেকে দেখা ভালোলাগা,
তোমার স্মৃতি আলো, ধোঁয়া আর শান্ত  স্রোতহীন কথা গুলো প্রতিনিয়ত এখন কাদাঁয়!

তোমার দৃষ্টি থেকে দূরে,আর দূরে, রাঙা হয়ে আছে সন্ধ্যার মেঘ, তবে খানেই থাকবো?

শীতের  শুকনো পাতা তোমার অত্মার চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে  কেবল!

তবে দূরত্বতার পরিবর্তন  হবে শেষ হবে সকল মন খারাপের শূন্যতাবোধ!




Related Posts:

  • Hacking For Dummies - Beginners Tutorials These tutorials are not really simple for anyone who is just starting to learn hacking techniques. However, these should be simple starting point for you. I am sure you have different opinion about complexity of each tuto… Read More
  • জামালপুর জেলা সম্পর্কিত কিছু তথ্যঃ জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলে । পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং… Read More
  • What is the best torrent site for books? www.myanonamouse.net is a great "private" tracker for E-Books, Audio Books, Radio Shows and and Musicology. It has more than 183k torrents and you can even request for your books to be uploaded. It is an invite only site… Read More
  • পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে । পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজেঃ আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Pro… Read More
  • Best Hacking Books You Must Read to be a Hacker Looking for best best hacking books? We have short listed some of the highly recommended books for beginners and advanced hackers. The ethical hacking books may help you get the best security professional job you aspi… Read More

0 comments:

Post a Comment