Breaking News

Tuesday, January 8, 2019

জাহিদুল ইসলাম জাহিদ কবিতা “কেমনটা ছিলে? ”





তোমার কথায় ভাবি,গত শীতে তুমি কি রকমটাই না ছিলে?
আর এখন প্রতি অক্ষরে অক্ষরে তোমার পরিবর্তন।

এটাই স্বাভাবিক  ছিলো বটে, তবে আমি একটু ভাবি এখন কেমনটাই  তুমি !

তুমি ছিলে  এক নতুন উচ্ছাস আর তোমার হৃদয় ছিল শান্ত শব্দহীন।
তবে এখন নিস্তব্ধতার দূরত্ব বাস করে তোমার শহরে!

তোমার চোখে গোধূলির আলোর আক্রমন ছিল আর পাতাগুলোর তোমার অত্মার জলে ক্রমাগত ঝরে পড়ছিল।
তবে এখন তা আর দেখা যায় না, অবহেলার মেঘ হৃদয়ের বাস করে।

মিষ্টি সাদা কচুরিফুল আমার আত্মার পর্যুদস্ত।
আমার ধারনা, তোমার চোখদুটি ছুটে বেড়াচ্ছিল  ঘাসে ভেজাঁ শিউলির   মেঘ দূর,
তবে এখন কি তাই হয়?

বৃষ্টির জলের শব্দচয়ন  গুলো এখন কি তোমার ভালো লাগে? নদীর ঢেউ গুলো কি তাই?
না পাল্টে  গেছে সব?

আচ্ছা দুঃখিত  আমার তো জানার কথা না!
পরিবর্তন  তো হতেই পারে এটাই স্বাভাবিক।

লঞ্চ থেকে দেখা যায় জলের পকাও পকাও খেলা,আর পাহাড় থেকে দেখা ভালোলাগা,
তোমার স্মৃতি আলো, ধোঁয়া আর শান্ত  স্রোতহীন কথা গুলো প্রতিনিয়ত এখন কাদাঁয়!

তোমার দৃষ্টি থেকে দূরে,আর দূরে, রাঙা হয়ে আছে সন্ধ্যার মেঘ, তবে খানেই থাকবো?

শীতের  শুকনো পাতা তোমার অত্মার চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে  কেবল!

তবে দূরত্বতার পরিবর্তন  হবে শেষ হবে সকল মন খারাপের শূন্যতাবোধ!




0 comments:

Post a Comment