Breaking News

Thursday, February 22, 2018

উন্নয়নের পথে মহা সড়ক বকশীগঞ্জ টু কামালপুর ।







মোঃ মোশারফ হোনসন  (বিশেষ প্রতিনিধি )ঃ  উন্নয়নের মহাসড়কে অর্ন্তভুক্ত হতে যাচ্ছে বকশীগঞ্জ। চলছে কামালপুর টু বকশীগঞ্জ রাস্তা ডাবল ল্যান্ডের কাজ। ইত্যিমধ্যে এ কাজের অংশ হিসাবে রাস্তার দু-পাশের গাছ কাটার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এভাবে চলতে থাকলে চলতি মাসেই গাছ কাটা শেষ হবে।
এরপর শুরু হবে রাস্তার দু-পাশ্বে মাটি ভরাটের কাজ। ইত্যিমধ্যে এ রাস্তা প্রশস্ত ও মজবুতি করণের জন্য একনেক অনুমোদন দিয়েছে। এ বছরের মাঝামাঝিতে এ রাস্তার নির্মাণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।


প্রকল্পটিতে ব্যায় ধরা হয়েছে ৩৬৬ কোটি টাকা। যা বকশীগঞ্জের উন্নয়নের ইতিহাসে রেকর্ড সংখ্যক বরাদ্দ। আর পিছনে রয়েছেন এমপি আবুল কালাম আজাদ।
সড়ক ও জনপথ অধিদপ্তরের জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহেদুজ্জামান প্রকল্পটি প্রসঙ্গে বলেন, জামালপুর- ধানুয়া কামালপুর- রৌমারী মহাসড়কের ৫৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ করা হবে। এর জন্য ব্যায় ধরা হয়েছে ৩৩৫ কোটি ৬৬ লাখ টাকা। সড়কটি নির্মিত হবে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কদমতলা পর্যন্ত।
এ প্রকল্পের আওতায় দুই পাশে মাটিসহ সড়কটি প্রশস্ত হবে ৩০ ফুট। এর মধ্যে পাকা অংশ থাকবে ২৪ ফুট। এ প্রকল্পে আওয়তায় কামালপুর স্থল বন্দরে গাড়ী চলাচলের জন্য ১ কিলোমিটার রাস্তাও ধরা হয়েছে।
জেলা শহরের জামালপুরের সাথে বকশীগঞ্জের যোগাযোগের অন্যতম রাস্তাটি সরু হওয়াও এতদিন এ অঞ্চলের সাধারন মানুষ চরমভাবে দুর্ভোগের শিকার হয়ে আসছিল।
জামালপুর থেকে বকশীগঞ্জ মাত্র ৩৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ১ ঘন্টার বেশি সময় লেগে যায়। দুটি বাস ক্রসিং করতেই লেগে যায় প্রায় ২০ মিনিট। এতে করে সময়ের সাথে ও অর্থ অপচয় হয়।
এই রাস্তা নির্মান হলে সামাজিক ও অর্থনৈতিকভাবে বকশীগঞ্জ তথা এ অঞ্চলের অমুল পরিবর্তণ আসবে বলে স্থানীয়রা জানান।
এ রাস্তা দিয়ে কুড়িগ্রামের ২টি, জামালপুর ৪টি ও শেরপুর জেলার ২টি উপজেলার মানুষ যাতায়ত করে থাকে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার জানান, এ রাস্তা নির্মান হলে বকশীগঞ্জ শুধু অর্থনৈতিকভাবে লাভবানই হবে না, আমার বকশীগঞ্জ উপজেলা বাসীর জীবন যাত্রার মানও উন্নত হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সায়েম জানান, এতদিন এ রাস্তা ছিল প্রাণের দাবী। এ রাস্তা নির্মাণ হলে দুরত্ব না কমলেও সময় অপচয় রোধ হবে।
এ রাস্তা নির্মাণ কাজ শুরু হতে দেখে সাধারন মানুষও খুব খুশি।
সীমারপাড় এলাকার বাসিন্দা সুহেল আহাম্মদ জানান, আমরা জেলা শহরে যেতে হলে আমাদের চরম দুর্ভোগের সম্মুখ হতে হয়। বিশেষ করে ইসলামপুর টানাব্রিজ ও শ্রীবরদী ঝগড়ারচর এলাকায় বাজার দুপাশে দোকান বসায় ১ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। রাস্তা প্রশস্ত করনের পাশাপাশি এ দুই স্থানে রাস্তার পাশে যেন ভ্রাম্যমান দোকান না বসে তারও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আরেক বাসিন্দা কামাল হোসেন জানান, এ রাস্তা ছিল নির্বাচনি রাস্তা। বিগত দিনে নির্বাচনের পুর্বে এই রাস্তা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে অনেকজনই। কিন্তু নির্বাচন শেষ হলে আর কেউ করে দেননি। আমাদের এমপি আবুল কালাম আজাদ কথা রেখেছেন।
এদিকে পরিবহণ ব্যাবসায়ীরাও এ রাস্তা নির্মাণে অনন্দিত। পরিবহন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম জানান, আমরা যানবাহনের সাথে জড়িত। বকশীগঞ্জ থেকে নন্দীবাজার পর্যন্ত রাস্তা সরু হওয়ায় একটি বাস মাত্র ২৬ কিলোমিটার পাড়ি দিতেই প্রায় ঘন্টাখানেক লেগে যায়। রাস্তাটি টু ল্যান্ডে রূপান্তরের কাজ শেষ হলে মাত্র ২০ মিনিটেই পাড়ি দেওয়া সম্ভব।
বহুল আলোচিত ও প্রত্যাশিত এই রাস্তাটি টু ল্যান্ডে রূপান্তরিত হলে সুবিধাভোগ করবে ৩ জেলার প্রায় ২০ লক্ষাধিক মানুষ।







সদস্য হোন,সমাজ থেকে অন্যায় দূর করুন এবং সাহায্য করুন । অামাদের  আবেদন ফরম পেতে ক্লিক করুন



Add caption







Related Posts:

  • What is the best torrent site for books? www.myanonamouse.net is a great "private" tracker for E-Books, Audio Books, Radio Shows and and Musicology. It has more than 183k torrents and you can even request for your books to be uploaded. It is an invite only site… Read More
  • হযরত খাজা বশীর (রহঃ) হযরত খাজা বশীর (রহঃ) হযরত খাজা বশীর (রহঃ) বাংলা ১৩০১ সন ৮ আশ্বিন ইংরেজি ১৮৯৪ অক্টোবরের ২১ তারিখে রোজ বৃহঃপতি বার দিনগত রাত্রির শেষে নোয়াখালি জেলার অর্ন্তগত রামগঞ্জ থানা সোমপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন ।তার পিতার নাম হয… Read More
  • Attract an Attractive Woman When it comes to attracting a woman, there are numerous factors that men must take into consideration. While this may seem to only add to the already complex nature of women, once men grasp and take hold of these technique… Read More
  • Hacking For Dummies - Beginners Tutorials These tutorials are not really simple for anyone who is just starting to learn hacking techniques. However, these should be simple starting point for you. I am sure you have different opinion about complexity of each tuto… Read More
  • Best Hacking Books You Must Read to be a Hacker Looking for best best hacking books? We have short listed some of the highly recommended books for beginners and advanced hackers. The ethical hacking books may help you get the best security professional job you aspi… Read More

0 comments:

Post a Comment