Breaking News

Sunday, January 6, 2019

ফিরোজ কবিরের লেখা কবিতা “ আত্মার নীলদ্রিতা ”


সে তো নীল মায়াবতী,
হাসুক না একটু মুচকি।
কপালের বাসস্থান যে সন্দীপ লীলাভূমি।বাশের বাশির মত নাকের সুরংগ,বুজিতে পারি না
আমি তার মনের অন্ত্রংগ।
মৃদু হাওয়ায় এলো চুল ঘ্রাণে মহীয়ান,
একটু ও মিথ্যা বলি নি স্পস্ট বয়ান।
বামপাজরে গ্রহণ করেছি তোমায় অক্সিজেনের মত,
ভালোবাসলে,ভালোবাসিও ইচ্ছা আছে যত।
হেলে দুলে হাটা আর কোমরের বিছা,..
ভুলতে পারিনা মায়াবতী তোমারী মায়া
ঠোটের হাসি,মায়াবিনী কাছে পেতে চাই
,নীল শাড়িতে লাগবে তোমায় অপরূপা সুন্দরী,
লীল বসনে তুমি ওগো নীলিনা
তুমি ছিলে আমার আত্মার নীলদ্রিতা ।
কিন্তু হায় !ভাগ্য দেবতা তোমাকে
আমার ললাটে রাখে নাই।
তাং05/01/19

0 comments:

Post a Comment