Breaking News

Sunday, January 6, 2019

ফিরোজ কবিরের লেখা কবিতা “ আত্মার নীলদ্রিতা ”


সে তো নীল মায়াবতী,
হাসুক না একটু মুচকি।
কপালের বাসস্থান যে সন্দীপ লীলাভূমি।বাশের বাশির মত নাকের সুরংগ,বুজিতে পারি না
আমি তার মনের অন্ত্রংগ।
মৃদু হাওয়ায় এলো চুল ঘ্রাণে মহীয়ান,
একটু ও মিথ্যা বলি নি স্পস্ট বয়ান।
বামপাজরে গ্রহণ করেছি তোমায় অক্সিজেনের মত,
ভালোবাসলে,ভালোবাসিও ইচ্ছা আছে যত।
হেলে দুলে হাটা আর কোমরের বিছা,..
ভুলতে পারিনা মায়াবতী তোমারী মায়া
ঠোটের হাসি,মায়াবিনী কাছে পেতে চাই
,নীল শাড়িতে লাগবে তোমায় অপরূপা সুন্দরী,
লীল বসনে তুমি ওগো নীলিনা
তুমি ছিলে আমার আত্মার নীলদ্রিতা ।
কিন্তু হায় !ভাগ্য দেবতা তোমাকে
আমার ললাটে রাখে নাই।
তাং05/01/19

Related Posts:

  • মুক্তিযুদ্ধের ৩১২ টি বিরল ছবি মুক্তিযুদ্ধের ৩১২ টি বিরল ছবি  … Read More
  • কিভাবে ভাবে সম্পর্ক গড়ে ওঠে । মাসুদ ভাই দেখলাম সম্পর্ক কিভাবে ভাঙ্গে তা নিয়ে লিখেছে ।তার লেখা দেখে অনুপানিত হয়ে আমিও একটা লম্বা আর্টিকেল লিখেলাম ।কিভাবে ভাবে সম্পর্ক গড়ে ওঠে ।👽👽👽👽👽👽প্রতিটি মানুষই সমাজে বাস করে। আর তাই সমাজে চলতে গেলে আমাদের অনে… Read More
  • তসলিমা নাসরিন এর কবিতা : মুক্তি - তসলিমা নাসরিন যদি ভুলে যাবার হয়, ভুলে যাও।দূরে বসে বসে মোবাইলে, ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিয়ো না,দূরে বসে বসে ন… Read More
  • বনি বনি ইয়ামিনের কবিতা তুমি নীল পরী সেই তুমি নীল পরীঅপরাহ্নের স্নানময় আলোতেহলদে হেমন্ত যেন উপকূলে উপকৃতিতে জড়াগ্রস্থ শীতও আসন্ন প্রায়অডিটোরিয়াম দেখতে পাওয়া  সেই তুমি নীল পরী । দেখেছে তোমারী বদন, আমারী দু-নয়নহারিয়েছে দিশা কৈশর ও যৌবনতুমি নীল পর… Read More
  • হৃদি ভেসে যায় অলকানন্দা জলে - জয় গোস্বামী অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলেহৃদি ভেসে গেল অলকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়োলিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলেযে একা ঘুরছে, তাক… Read More

0 comments:

Post a Comment