Breaking News

Thursday, January 3, 2019

হযরত খাজা বশীর (রহঃ) এর জীবনী ।





প্রারম্ভিক জীবন ও নেপথ্যঃ
হযরত খাজা বশীর (রহঃ) বাংলা ১৩০১ সন ৮ আশ্বিন ইংরেজি ১৮৯৪ অক্টোবরের ২১ তারিখে  রোজ বৃহঃপতি বার দিনগত রাত্রির শেষে নোয়াখালি  জেলার অর্ন্তগত রামগঞ্জ থানা সোমপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন ।তার পিতার নাম হযরত খাজা ইমর আলী পাঠান মাতা লুৎফুন্নেছা ।হযরত খাজা বশীর (রহঃ) এর বাল্যকার ও শিক্ষা জীবন শুরু হয় নিজ গ্রামে।তার পিতা হযরত উমর আলী পাঠান হযরত খাজা বশীর (রহঃ)কে গ্রাম্য মক্তবে ভর্তি করেদেন ।হযরত খাজা বশীর (রহঃ) এ মেধা শক্তি প্রকর থাকায় এবং প্রচন্ড আগ্রহ থাকায় অল্প দিনে কোরআন ,আরবী,বাংলা ,উর্দু সহ বিভিন্ন ভাষায় দক্ষ এবং শিক্ষকদের প্রিয় পাত্র ওঠে । মাত্র ছয়(৬) বছর বয়সে খাজার মাতা পরলোক গমন করেন ।হযরত খাজা বশীর (রহঃ) জামাতে উরা(দশম শ্রেণী) পযন্ত লেখাপড়া করেন ।


সুফি দীক্ষা
হযরত খাজা বশীর (রহঃ) ১৩২৯ পহেলা রবিউর মাসে স্বপ্নযোগে খাজা মঈনুদ্দীন  চিশতী কাছ থেকে বায়াত গ্রহন করেন  
ভ্রমণ
হযরত খাজা বশীর (রহঃ) বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী, গুণী, পন্ডিত, দার্শনিকসহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাত করেন  ।এবং বহু জায়গায় ভ্রমন করেন ।
ময়মনসিংহে আগমন
হযরত খাজা বশীর (রহঃ) ১৩৯৯ বাংলা সনে ময়মনসিংহে উত্তরে জামারপুর জেলার অর্ন্তগত দেয়ানগঞ্জ(পদ্মা নগর) মোয়ামারী হেফাজ মিয়ার বাড়িতে আসেন । এবং আরবী শিক্ষা দান তথা মক্তবে শিক্ষগতা করতেন ।নদী ভাঙ্গনে মক্তব নদী গর্ভে বিলীন হলে জামালপুর বকশিঞ্জ উপজেলা বাট্টাজোড় নতুন বাজারে আজমিরগঞ্জ(দত্তেরচর) অগমন করেন এবং মাদ্রাসা শুরু করেন ।হযরত খাজা বশীর (রহঃ) সমাজের ইসলামি কুপ্রথা মদ জুয়া,নারী নির্যাতন,ধর্ষন সকল অপকর্মের ছাত্র সমাজ নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন ।
মৃত্যু
হযরত খাজা বশীর (রহঃ) ১৩৭৩ বাংলা সনে ১৯ শে জৈষ্ঠ্য বৃহঃপতি বার ৪.০০ ঘটিকায় ওফাত বরন করেন । প্রতিবছর ১২ সফর থেকে ১৩ পর্যন্ত আজমির গঞ্জ তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত হয়।


কলাম লেখক ঃ বনি ইয়ামিন লাজু

Related Posts:

  • What is the best torrent site for books? www.myanonamouse.net is a great "private" tracker for E-Books, Audio Books, Radio Shows and and Musicology. It has more than 183k torrents and you can even request for your books to be uploaded. It is an invite only site… Read More
  • Hacking For Dummies - Beginners Tutorials These tutorials are not really simple for anyone who is just starting to learn hacking techniques. However, these should be simple starting point for you. I am sure you have different opinion about complexity of each tuto… Read More
  • জামালপুর জেলা সম্পর্কিত কিছু তথ্যঃ জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলে । পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং… Read More
  • পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে । পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজেঃ আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Pro… Read More
  • হৃদি ভেসে যায় অলকানন্দা জলে - জয় গোস্বামী অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলেহৃদি ভেসে গেল অলকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়োলিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলেযে একা ঘুরছে, তাক… Read More

0 comments:

Post a Comment