Breaking News

Sunday, February 3, 2019

বনি বনি ইয়ামিনের কবিতা তুমি নীল পরী

সেই তুমি নীল পরী
অপরাহ্নের স্নানময় আলোতে
হলদে হেমন্ত যেন উপকূলে উপকৃতিতে

জড়াগ্রস্থ শীতও আসন্ন প্রায়অডিটোরিয়াম দেখতে পাওয়া 

সেই তুমি নীল পরী ।


দেখেছে তোমারী বদন, আমারী দু-নয়ন
হারিয়েছে দিশা কৈশর ও যৌবন
তুমি নীল পরী, নাকি নীলাঞ্জনা
নাকি অচিন পুরের অবঞ্চনা
দেখেছি চেয়ে তোমার সুশ্রী মুখচ্ছি বদন
অবগাহন করেছে হৃদয়ে দহন ।


মাথাতে কৃষ্ণ কালো কেশ
হাতেতে শুভা গোলাপেরী বেশ
হস্তে বাহারী রঙের চুরি
লেগেছে তোমায় অপরূপ অপ্সরী ।
ওগো নীল পরী ।


তোমার তীর্থের মতো শরীর
স্বপ্নে সমুদ্রের ঢেউ শব্দহীন অবলোকন
আকাশের মতো দূরে তোমার দিগন্ত
যেন বক্ষেতে ভরে আছে নীলজল ।


নীল শাড়ীর মধ্যে লোকানো নগ্ন শরীর আমি দেখবোনা
একদিন তোমার শরীর ভ্রমণে তীর্থে যাব
ওগো নীল পরী ।


তাং02/02/19
সিটি ইউনির্ভাসিটি

Related Posts:

  • Facebook hacking ফেসবুক হ্যাক!! উপরের টাইটেলে যেখানে হ্যাক বলেছি সেখানে ধান্দা হবে।*-কিছুদিন আগে একজন আমাকে বলছিল 1টা ফেসবুক আইডি হ্যাক করার জন্য। ওনাকে আমি বলছিলাম যে ফেসবুক হ্যাক হয় না। তো ফেসবুক হ্যাক নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার ন… Read More
  • আলো-আধারের গল্প “দূর পরবাসিনী" আলো-আধারের গল্প “দূর পরবাসিনী” কিছু অংশ বন্ধুরা আশা করি ভালো লাগবে । বনিইয়ামিন লাজু কেমন আছ তোমি?=সেসব জানবার অধিকার তোমার নেই ।বাবা কেমন আছেন ।=সময়তো অনেক হয়েছে জবিনের সকল পায়না বোঝে পেয়েছতো ।এতো তীর্যক কথা বলছো ক… Read More
  • আজ ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবসে ১৯৭১ সালে টানা ১০ দিন অবরুদ্ধ থাকার পর ১৬২ জন সেনা নিয়ে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনীর গ্যারিসন অফিসার আহছান মালিক। জামালপুর: রোববার (৪ ডিসেম্বর) কামালপুর মুক্ত দিবস। ১৯৭১ সালে টানা ১০ দিন অবরুদ্ধ থাকার প… Read More
  • এক জন শিক্ষকের করুন আর্তনাদ । মাসুদ মোস্তাফিজ বাইরে যতোই চিল্লাচিল্লি করেন, ব্যানার, ফেস্টুন নিয়ে গালাগালি করেন, টকশোতে বসে জ্ঞান দিতে থাকেন, চায়ের দোকানে বসে ইস্যু কপচায়ে হিসু থামায়ে রাখেনযা খুশি করুন গে.... ক্লাসে যখন আমি শিক্ষক হিসেবে ঢুকি, সেখানে আমিই নেতা, আমিই … Read More
  • হযরত খাজা বশীর (রহঃ) এর জীবনী । প্রারম্ভিক জীবন ও নেপথ্যঃ হযরত খাজা বশীর (রহঃ) বাংলা ১৩০১ সন ৮ আশ্বিন ইংরেজি ১৮৯৪ অক্টোবরের ২১ তারিখে  রোজ বৃহঃপতি বার দিনগত রাত্রির শেষে নোয়াখালি  জেলার অর্ন্তগত রামগঞ্জ থানা সোমপাড়া গ্রামে জন্ম গ্রহন … Read More

0 comments:

Post a Comment