Breaking News

Sunday, February 3, 2019

বনি বনি ইয়ামিনের কবিতা তুমি নীল পরী

সেই তুমি নীল পরী
অপরাহ্নের স্নানময় আলোতে
হলদে হেমন্ত যেন উপকূলে উপকৃতিতে

জড়াগ্রস্থ শীতও আসন্ন প্রায়অডিটোরিয়াম দেখতে পাওয়া 

সেই তুমি নীল পরী ।


দেখেছে তোমারী বদন, আমারী দু-নয়ন
হারিয়েছে দিশা কৈশর ও যৌবন
তুমি নীল পরী, নাকি নীলাঞ্জনা
নাকি অচিন পুরের অবঞ্চনা
দেখেছি চেয়ে তোমার সুশ্রী মুখচ্ছি বদন
অবগাহন করেছে হৃদয়ে দহন ।


মাথাতে কৃষ্ণ কালো কেশ
হাতেতে শুভা গোলাপেরী বেশ
হস্তে বাহারী রঙের চুরি
লেগেছে তোমায় অপরূপ অপ্সরী ।
ওগো নীল পরী ।


তোমার তীর্থের মতো শরীর
স্বপ্নে সমুদ্রের ঢেউ শব্দহীন অবলোকন
আকাশের মতো দূরে তোমার দিগন্ত
যেন বক্ষেতে ভরে আছে নীলজল ।


নীল শাড়ীর মধ্যে লোকানো নগ্ন শরীর আমি দেখবোনা
একদিন তোমার শরীর ভ্রমণে তীর্থে যাব
ওগো নীল পরী ।


তাং02/02/19
সিটি ইউনির্ভাসিটি

0 comments:

Post a Comment