Breaking News

Saturday, February 9, 2019

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে ।



পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজেঃ

আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম অনেক সময় পেন ড্রাইভ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় পেনড্রাইভ Properties- গেলে দেখা যায় ফাইল গুলো ঠিকই মেমরিতে জায়গা দখল করে আছে আবার ফাইল এর বদলে ফাইল এর শর্টকাট পাওয়া যায় রকম সমস্যায় পরলে Start থেকে All Programme/Accessories/Notepad- গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত টি হুবুহু নোটপ্যাড লিখুন

attrib -h -r -s /s /d J:\*.*
J:
del *.Ink /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
C:
tree
cls
exit

এখানে শুধু Drive Letter J: এর পরিবর্তে আপনাদের PC তে যে Drive Letter টি দেখাবে সেটি টাইপ করে দিবেন যেমন- L হলে L: লিখবেন মাই কম্পিউটার ঢুকে ড্রাইভ লেটার টি দেখে নিন নোটপ্যাড এর কোন হরফ বা চিনহ পরিবর্তন করবেন না এখন File/save as – গিয়ে ফাইল টি Unhide.bat নামে সেভ করুন লক্ষ করুন Unhide নামে একটি ফাইল তৈরি হয়েছে এরপর ফাইল টি ডাবল ক্লিক করুন Unhide ফাইল টি চালু করার পর তা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে এরপর পেনড্রাইভ ওপেন করুন দেখুন অদৃশ্য ফাইল গুলো দেখা যাচ্ছে এটি একসঙ্গে পেনড্রাইভ এর ক্ষতিকর autorun.inf ফাইল, .exe এক্সটেনশন এর সন্দেহ জনক ফাইল এবং শর্টকাট ভাইরাস মুছে দেবে
কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন।




Related Posts:

  • ফারাবি আক্তারের কবিতা “প্রিয় স্বদেশ ” প্রিয় স্বদেশ  পদ্ম ফারাবী  তারিখ ঃ ১৩/ ১১/ ২০১৮ আমার মাতৃভূমি, আমার প্রিয় দেশ  সে যে আমার প্রাণের বাংলাদেশ। আমার গর্ব, আমার প্রাণ  প্রিয় স্বদেশ আমার জান। মা, মাটি, জন্মভূম… Read More
  • বনি ইয়ামিন লাজু কবিতা 'আবোল –তাবোল' আবোল –তাবোল কি কে বা কারা হয়তো নয়তো যারা তোমার মন প্রশ্নে ভরাসবার আবেগ আমি বুঝিকি প্রশ্ন করবে তুমিজানি, তাতো আমি জানি । তিমির রাত্রি নয় ছলছল আলোয় জোৎছনা ভরায় গ্রতিটি প্রশ্নের একই উত্তর অনামিকা তোমায় আমি ভালোবাসি ।… Read More
  • বনি ইয়ামিন লাজু কবিতা “শেষ বিদায়”                                   মডেল ঃপ্রিয়ন্তি “শেষ বিদায়” তোমি তো নিয়েছো বিদায় নিজের তরে তাই দিয়েছি বিদায় নিজ হাতে আজ সেই হাত… Read More
  • Facebook hacking ফেসবুক হ্যাক!! উপরের টাইটেলে যেখানে হ্যাক বলেছি সেখানে ধান্দা হবে।*-কিছুদিন আগে একজন আমাকে বলছিল 1টা ফেসবুক আইডি হ্যাক করার জন্য। ওনাকে আমি বলছিলাম যে ফেসবুক হ্যাক হয় না। তো ফেসবুক হ্যাক নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার ন… Read More
  • আজ ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবসে ১৯৭১ সালে টানা ১০ দিন অবরুদ্ধ থাকার পর ১৬২ জন সেনা নিয়ে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনীর গ্যারিসন অফিসার আহছান মালিক। জামালপুর: রোববার (৪ ডিসেম্বর) কামালপুর মুক্ত দিবস। ১৯৭১ সালে টানা ১০ দিন অবরুদ্ধ থাকার প… Read More

0 comments:

Post a Comment