Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, February 26, 2019

What is the best torrent site for books?

www.myanonamouse.net is a great "private" tracker for E-Books, Audio Books, Radio Shows and and Musicology. It has more than 183k torrents and you can even request for your books to be uploaded. It is an invite only site but you can get an invite through their interview process which is really easy!There are a lot of trackers out there that have similar content, but what makes MyAnonamouse special is their Community. It will be the most friendliest...

Saturday, February 23, 2019

জামালপুর জেলা সম্পর্কিত কিছু তথ্যঃ

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলে । পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং মেঘালয় (ভারত) এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম, এবং গম হয়।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম...

Saturday, February 9, 2019

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে ।

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজেঃ আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Properties-এ গেলে দেখা যায় ফাইল গুলো ঠিকই মেমরিতে জায়গা দখল করে আছে । আবার ফাইল এর বদলে ফাইল এর শর্টকাট পাওয়া যায় । এ রকম সমস্যায় পরলে Start থেকে All Programme/Accessories/Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত টি হুবুহু...

Monday, February 4, 2019

হৃদি ভেসে যায় অলকানন্দা জলে - জয় গোস্বামী অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলেহৃদি ভেসে গেল অলকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়োলিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলেযে একা ঘুরছে, তাকে খুঁজে বার করো করেছো, অতল; করেছিলে; পড়ে হাত থেকে লিপিখানিভেসে যাচ্ছিল–ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে;–’পড়ে রইল যে!’ পড়েই থাকত–সে-লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।...

তসলিমা নাসরিন এর কবিতা :

মুক্তি - তসলিমা নাসরিন যদি ভুলে যাবার হয়, ভুলে যাও।দূরে বসে বসে মোবাইলে, ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিয়ো না,দূরে বসে বসে নীরবতার বরফ ছুড়ে ছুড়ে এভাবে বিরক্তও করো না।ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো,ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটবো,ভুলে গেলে অপেক্ষার কাপড়চোপড় খুলে একটু স্নান করবো,ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাবো,ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু এলোমেলো শোবো।রোদ বা জোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলে খেলুক, আমি না হয় ঘুমোবো,ঘুমোবো ঘুমোবো করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম ঘুমোতে পারিনা কত দীর্ঘদিন!কেবল অপেক্ষায় গেছে। না ঘুমিয়ে গেছে। জানালায় দাঁড়িয়ে গেছে।কেউ আমাকে মনে রাখছে, কেউ আমাকে মনে মনে খুব চাইছে, সমস্তটা চাইছে,কেউ দিনে রাতে যে কোনও সময় দরজায় কড়া নাড়বে,সামনে তখন দাঁড়াতে হবে নিখুঁত, যেন চুল, যেন মুখ, যেন চোখ, ঠোঁট,যেন বুক, চিবুক এইমাত্র জন্মেছে, কোথাও ভাঙেনি, আঁচড় লাগেনি, ধুলোবালি ছোঁয়নি।হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো,তার ক্ষিধে পায় যদি, চায়ের তৃষ্ণা পায় যদি!সবকিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত!ভালোবাসতে হবে নিখুঁত!নিমগ্ন হতে হবে নিখুঁত!ক্ষুদ্র হতে হবে নিখুঁত!দুঃস্বপ্নকে কত কাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি!ভুলে যেতে হলে ভুলে যাও, বাঁচি।যত মনে রাখবে, যত চাইবে আমাকে, যত কাছে আসবে,যত বলবে ভালোবাসো, তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে, তোমার জালে,তোমার পায়ের তলায়, তোমার হাতের মুঠোয়, তোমার দশনখে।ভুলে যাও, মুখের রংচংগুলো ধুয়ে একটু হালকা হই, একটুখানি আমি হই ====*====*====*====*==== ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত - তসলিমা নাসরিনভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবুএখনো কেমন যেন হৃদয় টাটায়প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলেপাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।এখনো কেমন যেন কল কল শব্দ শুনিনির্জন বৈশাখে, মাঘচৈত্রেভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবুবিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।প্রতারক পুরুষেরা একবার ডাকলেইভুলে যাই পেছনের সজল ভৈরবীভুলে যাই মেঘলা আকাশ, নাফুরানো দীর্ঘ রাত।একবার ডাকলেইসব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকেএকবার ভালোবাসলেইসব ভুলে কেঁদে উঠি অমল বালিকা।ভুল প্রেমে তিরিশ বছর গেলসহস্র বছর যাবে আরো,তবু বোধ হবে না নির্বোধ বালিকার। ====*====*====*====*==== অভিমান - তসলিমা নাসরিনকাছে...